বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা দক্ষিণপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মকবুল হোসেন গত বুধবার (২ জুলাই) ভোরবেলা নিজ বাড়িতে  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি  স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (৩ জুলাই) বাদ আছর তুরুকখলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন হাফিজ বাবুল আহমদ।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মকবুল হোসেন-কে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা পদর্শন করা হয়। এসময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়, সেনাবাহিনী, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় মরহুমের ছেলে তোফায়েল হোসেন পাপ্পু কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন এর মরদেহ তুরুকখলা দক্ষিণপাড়াস্থ নিজ বাড়ির পাশে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তি