সিলেট ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক গোলজার আহমদ হেলাল।
শনিবার(২৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের বড় এক ধর্মীয় অনুষ্ঠান।দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মহামিলনে একীভূত করে থাকে।
তিনি বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরতান্ত্রিক শাসনামল উত্তর পবিত্র এই ঈদ।এই ঈদ প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধির বারতা। তিনি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সকলকে শুভেচ্ছা জানান।
প্রেস-বিজ্ঞপ্তিতে সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, সিলেট ৪ সংসদীয় আসন জনবহুল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এক জনপদ।পর্যটন ও নান্দনিক সভ্যতায় সমৃদ্ধ এই অঞ্চল নানা কারণে পিছিয়ে আছে। এখানকার শ্রমজীবী, কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ জনগণ তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না।সিন্ডিকেটের হাতে বন্দী গতানুগতিক নেতৃত্ব। তিনি বলেন, নতুন বাংলাদেশকে নবরূপে সাজাতে প্রয়োজন সৃষ্টিশীল জনবান্ধব নেতৃত্ব।ঈদ আনন্দের এই দিনে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য ও মানবিক এক সমাজ গড়ে উঠুক,এই প্রত্যাশা সকলের।
সকলকে ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025