সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫
আজ ১০ই মার্চ সোমবার সিলেটের জিন্দাবাজারস্থ রিচমন্ড হোটেলে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে সিলেটে অবস্থানরত ইলেকট্রনিক,প্রিন্ট,অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে, সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত ইফতারে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভুমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত। তিনি বলেন, সাংবাদিকরা তুলে ধরবেন, ছাত্রশিবির ভুল করলে ছাত্রশিবিরের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভুমিকা রাখার আহ্বান জানান
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মমঈনউদ্দীন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ সহ প্রেসক্লাবগুলোর নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।
সাংবাদিক নেতারা ছাত্রশিবিরের উক্ত আয়োজনের প্রশংসা করে বলেন, দীর্ঘ জুলুম ও ফ্যাসিবাদের নির্যাতন পেরিয়ে ছাত্রশিবিরের সুশৃঙ্খল আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আরও বলেন, গত ১৫ বছর ছাত্রশিবির মিডিয়ার মাধ্যেমে সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার হয়েছে। নেতৃবৃন্দ ছাত্রশিবিরের কাছে আরো বেশি গঠনমুলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025