জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

জামিয়া নাজাতুল উম্মাহ সিলেট মহিলা মাদরাসা ও এতিমখানার ১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। গত ৩১ জানুয়ারি শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের শাহপরান থানাধিন সোনপুরস্থ মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

মহফিলে পৃথক পৃথক ভাবে সভাপতিত্ব করেন হযরত শাহ গাজী বুরহান উদ্দিন (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ নাসির উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা তৌয়িবুর রহমান দরবস্তী, জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের সাবেক শায়খুল হাদিস ও শিক্ষা সচিব মাওলানা মহি উদ্দিন মাসুম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি, জামিয়ার জেনারেল কমিটির সদস্য আলহাজ্ব সিরাজুল হুসেন আহমদ আলমগীর, জামিয়ার জেনারেল কমিটির সদস্য আলহাজ্ব রুহুল আলম খান।
ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথির বয়ান পেশ করেন, কারা নির্যাতিত মজলুম আলেম মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা। প্রধান বক্তারা বয়ান পেশ করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মাওলানা শুয়াইব আহমদ লন্ডন। প্রধান আকর্ষণের বয়ান পেশ করেন মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী।
জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তোফায়েল আহমদ উসমানী’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা রুহুল আমিন সাইমুম সাদী ঢাকা, জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারর্পোট সিলেটের প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি মঞ্জুর রশিদ আমিনী।
মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামের বয়ান পেশ করেন মিরেরচক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফাইয়াজ আহমদ, ফাল্গুনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুল ইসলাম খাঁন, হযরত ফাতাশাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী হবিগঞ্জী, হাফিজ মাওলানা আলী আকবর বুরহানাবাদী, জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম মুফতি মতিউর রহমান চৌধুরী, মাওলানা মাছুম বিল্লাহ আজমিরীগঞ্জী, পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন, জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের সাবেক শিক্ষক, বিশিষ্ট সংগীত শিল্পী আরিফ রব্বানী, দারুল উলুম মাহমুদিয়া’র শিক্ষা সচিব মাওলানা হোসাইন আহমদ, গরম দেওয়ান রহ. জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খাইরুল আমিন চতুলী, মাওলানা রুহুল আমীন নগরী, সাবেক ছাত্রনেতা মাওলানা এম বেলাল আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হুসাইন আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা আরিফ রব্বানী, মাওলানা আমান উল্লাহ। মহাসম্মেলনে রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে মাহফিল মধ্যরাতে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ