ওসমানীনগর উপজেলার উমর পুর গ্রামে বায়তুল আমান জামে মসজিদে এসেছে নতুনত্ব নান্দনিক ও আধুনিকতার ছোঁয়া

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

ওসমানীনগর উপজেলার উমর পুর গ্রামে বায়তুল আমান জামে মসজিদে এসেছে নতুনত্ব নান্দনিক ও আধুনিকতার ছোঁয়া

একটা সময় ছিল যখন মসজিদ মানেই মিনার ও গম্বুজ থাকতেই হবে। তা না হলে মসজিদ মনে হতো না। যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর পরিবর্তন হচ্ছে। পরিবর্তন এসেছে মানুষের চিন্তা ও চেতনায়।

ওসমানীনগর উপজেলা উমরপুর গ্রামে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ।
নান্দনিক মসজিদে চোখ জুড়ানো সৌন্দর্য নির্মিত হয়েছে নান্দনিক ডিজাইনের একতলা বিশিষ্ট চার মিনারা ও একটি গম্বুজে আধুনিক ডিজাইনে তৈরী এই মসজিদের চোখ জুড়ানো সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই।
ওসমানীনগর উপজেলার উমরপুর গ্রামে বায়তুল আমান জামে মসজিদ উদ্ভোদন উপলক্ষে ওয়াজ ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারী সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বায়তুল আমান জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে ওসমানীনগর উপজেলার লন্ডন আমেরিকা কানাডা দেশ ও ইউরোপ প্রবাসীদের অর্থায়নে নির্মিত হয় আধুনিক ডিজাইনের বায়তুল আমান জামে মসজিদ।

আধুনিক ও নান্দনিক মসজিদ সিলেটের ওসমানীনগর হলেও যুক্তরাজ্যে বসবাসরত অন্য অঞ্চলের বাংলাদেশিরাও এতে অংশ নেয়। লন্ডনের আশপাশের শহরসহ স্কটল্যান্ড, ম্যানচেস্টার, বার্মিংহামের মতো শহর থেকেও বাংলাদেশের সিলেটে এসে অনেকে ছুটে আসেন ঐতিহ্যবাহী ওসমানীনগরে উপজেলার উমরপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিতে।
এই মসজিদটি একটু ব্যতিক্রম। আধুনিক নকশায় নির্মিত হয়েছে এই মসজিদটি ।
আকাশের আলো ছাড়াও ৪টি জার বতি জ্বালিয়ে আলোক স্থল আছে । সূর্য্যের আলো মসজিদে প্রবেশ করার কারনে নান্দনিকতার দেখা মিলে।
ওসমানীনগরে এমন আরো মসজিদ তৈরী হবে তেমনটি প্রতাশা সকলের।
ওসমানীনগর উপজেলার উমরপুর বায়তুল আমান জামে মসজিদ ২০ জানুয়ারী সোমবার ২০২৫ ওয়াজ ও দোওয়া মাহফিলের মাধ্যমে শায়েখে মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী সহ বিভিন্ন মাদ্রাসার বক্তা ওয়াজ ও দোয়া ও মাহফিল এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মসজিদ উদ্বোধন করেন।এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে প্রবাসী আব্দুল কুদ্দুস,মোঃ আঙ্কিকর সিদ্দিকা, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মকরম আলী,মোঃ মামিল আলী,মোঃ ফাজলর রহমান,মোঃ আক্তার শিয়া
মোঃ তায়েফুল আবেদিন (দেশা মিয়া), মোঃ মোহাম্মদ আলী, মোঃ রাসেল আহমদ,মোঃ আক্তার হোসেন বাবুল,মোঃ আলাউর, মোঃ খালেদুর রহমান
মোঃ ছাদিক মিয়া,মওলানা মোঃ ফখরুল ইসলাম,মোঃ শামীম আহমাদ,মোঃ আমির আলী,প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ