শ্রমিকদের মধ্যে সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

শ্রমিকদের মধ্যে সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ’র শীতবস্ত্র বিতরণ

সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ এর উদ্যোগে শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগে এ শীতবন্ত্র বিতরণের আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ এর প্রেসিডেন্ট সৈয়দ মোস্তাকিম। সমাজসেবী আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের এসিস্ট্যান্ট ম্যানেজার নজরুল ইসলাম মারুফ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আসাদুল আলম চৌধুরী, সহকারী শিক্ষক আবুল হাসনাত বেলাল, ব্যবসায়ী মোক্তার হোসেন, জাবেদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ এর বাংলাদেশ এক্সিকিউটিভ মেম্বার মুহিবুর রহমান শামিম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান। শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে সেইভ বাংলাদেশ মোভম্যান্ট ইউএসএ দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভয়াবহ বন্যাসহ যেকোন দুর্যোগে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ায় এই সংগঠন। তারই ধারাবাহিকতায় প্রচন্ড শীতে শীত নিবারণের জন্য মেহনতি শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই সংগঠনের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ-জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ