সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কারে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অপরিহার্য
জাতীয় নাগরিক কমিটি সিলেট মহানগর শাখার এক মতবিনিময় সভা বুধবার(১৫ জানুয়ারি) রাতে নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির উক্ত সভায় বিভিন্ন শ্রেণী, পেশা,দল ও মতের লোকজন অংশ নেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর সার্চ কমিটির সদস্য মো. নুরুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মাসউদ খান।প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) আলী আহমদ,জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক প্রিতম দাশ, কেন্দ্রীয় সদস্য এহতেশামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব,সিলেট মহানগর সার্চ কমিটির সদস্য আফসানা মুন,মো: জহুরুল ইসলাম, রেজাউল করিম, সৈয়দ বখত চৌধুরী শাফি, নাজিম উদ্দিন শাহান, আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী,সিলেট জেলা সার্চ কমিটির সদস্য আব্দুর রহিম।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. তোতিউর রহমান,সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল,আব্দুল বাতেন চৌধুরী নাদির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চিরতরে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ,রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অপরিহার্য। সাধারণ জনগণ ব্যবস্থার পরিবর্তন চায়,দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়।
সভায় জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ছাত্র জনতার গণঅভূথান পরবর্তী জনমানুষের গণ আকাঙ্খা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন,জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন,উন্নয়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনে সারা দেশে একসাথে কাজ করছে।বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025