সিলেট ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
বালাগঞ্জ-উপজেলা কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটের ওসমানীনগরের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্টান শরৎ সুন্দরী উ”চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার(২৮) ডিসেম্বর ২৪ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হয়। মেডিক্যাল ক্যাম্পের অনুষ্টানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদ,মেডিক্যাল টিম বাস্তাবায়ন কমিটির আহবায়ক লিয়াকত শাহ ফরিদীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাদারণ সম্পাদক অধ্যক্ষ ড. মো: এনামুল এক সরদার,অধ্যক্ষ আবুল কালাম,বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ছুরাব আলী,গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ,রাজনীতিবিদ আব্দুল জলিল জিলু,ডা: মাসুকুর রহমান,ডা.সাকির আহমদ শাহীন,এ্যাডভোকেট জুয়েল আহমদ,আব্দুল মতিন,সাংবাদিক এম এ মতিন,নাজমুল আনসারী,বিদ্যালয়ের দাতা সদস্য ফযজুল ইসলাম,শিক্ষক শ্রী কৃষ্হ দাস,প্রমুখ।
সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হয়। এতে উপজেলার প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিসাসেবা গ্রহণ করেন।
এদিকে অনুষ্টানের মাঝামাঝি অংশে ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি পরিদর্শন করতে আসেন,ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এ টি এম ফখর উদ্দি,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ। নেতৃবৃন্দ ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে গ্রামের অবহেলিত চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের মধ্যে এমন একটি ব্যতিক্রমী আয়োজনকে তারা সাধুবাদ ও অভিনন্দন জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com