সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে  (১৬ ডিসেম্বর) সোমবার প্রতিষ্ঠানটি ব্যাপক কর্মসূচির আয়োজন করে। ঐদিন সকাল ৬টা ৩৪ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজের পতাকা উত্তোলন করা হয়।
এর পর সকাল ৯টায় ক্যাম্পাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে নয় টায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তিতে সকাল ১০ টা থেকে স্কুল শাখা ও সকাল ১১ টা থেকে কলেজ শাখার মোট দুটি ফুটবল ম্যাচ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়, এতে বর্তমান শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকবৃন্দের পাশাপাশি সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় দিবস এর খেলা উপলক্ষে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের করম আলী(প্রভাষক- ইসলাম শিক্ষা) শিক্ষক এর উপস্থপনায় সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান অধ্যক্ষ ড. মোঃ দিদার চৌধুরী বলেন যেহেতু খেলাধোলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শারিরীক সুস্থতা ও আন্তরিকতা বৃদ্ধি পায় তাই তিনি খেলার সামগ্রী ও খেলার মাঠ সব সময় খেলার উপযোগী থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় ক্যাম্পাস মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করায় সকল বর্তমান শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তিতে বর্তমান শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে বিজয়ী ০২ দলকে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ ০২ দলকে মেডেল বিতরন করা হয়।
বিজয় দিবসের কর্মসূচির ধারাবাহিকতায় এর পর কনফারেন্স হলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মোঃ দিদার চৌধুরী ও আহবায়ক ছিলেন মাহমুদা খানম( প্রভাষক- রাষ্ট্রবিজ্ঞান)।অধ্যক্ষ মহোদয় মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ কাজ সঠিক এবং সুন্দরভাবে করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে তিনি অভিভাবকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ