বাংলাদেশ ইংল্যান্ডের লাল তালিকায়: ৯ এপ্রিল থেকে হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, |                          

সারা বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় ইংল্যান্ড বাংলাদেশসহ আরো ৩ তিনটি দেশকে লাল তালিকায় অন্তভুক্ত করেছে। ফলে এই সকল দেশকে কেউ ব্রিটেনে আসলে তাকে বাধ্যতামূলক ১০দিন হোটেল কোয়ারেন্টিন করতে হবে। আইন ভঙ্গ করলে দিতে হবে ১০ হাজার পাউন্ড জরিমানা। আগামী ৯ এপ্রিল শুক্রবার সকাল ৪টা থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। নতুন তালিকার দেশগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া, ফিলিপাইন। এ নিয়ে প্রায় ৪০টি দেশকে লাল তালিকায় নিয়েছে ইংল্যান্ড।

এদিকে এর আগেই জানানো হয়েছিলো ইংল্যান্ডের হোটেল কোয়ারেন্টিনে প্রায় ১,৭৫০ পাউন্ড চার্জ করা হবে। হোটেলে কোয়ারান্টাইন করতে যারা ব্যর্থ হবেন, তাদের ১০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।

এছাড়া ইংল্যান্ডে আসা কোন ব্যক্তি ‘যাত্রী ফর্মে’ মিথ্যা তথ্যও প্রদান করলে তাদের ১০ বছর পর্যন্ত জেলও হতে পারে।
ইংল্যান্ডের ১৬টি হোটেল চুক্তিবদ্ধ করা হয়েছে, যেখানে ৪,৬০০ টি রুম সুরক্ষিত রয়েছে।
এছাড়াও যে কোন দেশ থেকে যুক্তরাজ্যে আসা সকল পর্যটকদের জন্য ২টি করোনা পরীক্ষা দিতে হচ্ছে।

বাড়িতে বা হোটেলে ১০ দিনের কোয়ারান্টাইন সময়ের দুই এবং আট দিনের সময়ে এ করোনা পরীক্ষা করতে হবে।
এয়ারলাইন্স এবং ভ্রমণ কোম্পানিগুলোকে আইনগতভাবে নিশ্চিত করতে হবে যে যাত্রীরা যুক্তরাজ্যে ভ্রমণের আগে নতুন এই নিয়মে স্বাক্ষর করেছে।

• Angola
• Argentina
• Bangladesh (will be added to the list 4am Friday 9 April)
• Bolivia
• Botswana
• Brazil
• Burundi
• Cape Verde
• Chile
• Colombia
• Democratic Republic of the Congo
• Ecuador
• Eswatini
• Ethiopia
• French Guiana
• Guyana
• Kenya (will be added to the list 4am Friday 9 April)
• Lesotho
• Malawi
• Mozambique
• Namibia
• Oman
• Pakistan (will be added to the list 4am Friday 9 April)
• Panama
• Paraguay
• Peru
• Philippines (will be added to the list 4am Friday 9 April)
• Qatar
• Rwanda
• Seychelles
• Somalia
• South Africa
• Suriname
• Tanzania
• United Arab Emirates (UAE)
• Uruguay
• Venezuela
• Zambia
• Zimbabwe