করোনার রেকর্ড শনাক্তের দিনে ৫৯ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, |                          

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৯ জন শনাক্ত হয়েছেন, যা গত এক বছরের রেকর্ড সংখ্যক আক্রান্ত।গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ১০৫ জন।

বৃহস্পতিবার বিকালে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যানে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।

এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে।