তুরস্ক ও ফ্রান্সের সম্পর্কে আরো অবনতি

প্রকাশিত: ৫:৫৭ পূর্বাহ্ণ, |                          

তুরস্ক ও ফ্রান্সের মধ্যে নুতন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ফ্রান্সের আগামী বছরের ফিরতি নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য তুরস্কের বর্তমান সরকারকে দোষারোপ করেছেন। ফ্রান্সের বর্তমান সরকার মহানবী হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের অনুমতি দিলে দু’দেশের মধ্যে বৈরী সম্পর্কের সূচনা হয়।

সম্প্রতি ফ্রান্সের জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাঁক্রো বলেন, আঙ্কারা তাদের জাতীয় গণমাধ্যমে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এসব সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ফ্রান্স ইসলাম ধর্মের সাথে বিরোধে জড়িত।