বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, |                          

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

তবে এ ধরনের পরীক্ষাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা। জো বাইডেন বলেছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা আছে।

বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন এমন খবর দিয়েছে। মঙ্গলবার বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার তৎপরতা নিম্নপর্যায়ের, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় তা পড়বে না।

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, রোববার ভোরে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলীয় শহর অনচোনে দুটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

বাইডেন বলেন, এতে খুব বেশি একটি পরিবর্তন আসেনি। আর জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেন, সাধারণ পরীক্ষা। তবে এটি যাতে বাড়ানো না হয়, সেই হুশিয়ারিও দেওয়া হয়েছে।

এ পরীক্ষা নিয়ে মন্তব্য করতে অস্বীকার জানিয়েছে পেন্টাগন। জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এমন একসময় উত্তর কোরিয়া এ পরীক্ষা চালিয়েছে, যখন দেশটির পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন।

উত্তর কোরিয়ার মানবাধিকার রেকর্ডেরও সমালোচনা করেন তিনি। এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার সঙ্গে ছিলেন।