করোনার টিকা নেওয়ার পর যা বললেন রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকা নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে তিনি এ ভ্যাকসিন নেন।
গণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে এই টিকা নেন বিরোধীদলীয় নেতা।
টিকা নেওয়ার পর রওশন এরশাদ বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবার এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।’
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।