ঘরে কোরআন শিক্ষা দেওয়ায় সৌদিতে তিন নারী গ্রেফতার

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, |                          

সৌদি আরবে পরিচিত ইসলামী নারী বিশেষজ্ঞ আয়েশা আল-মুহাজিরিকে (৬৫) তার দুই সহযোগিসহ গ্রেফতার করা হয়েছে।

মক্কায় নিজ বাড়িতে কোরআন প্রচার ও শিক্ষার কাজে নিয়োজিত ছিলেন তিনি।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল তাদের আটক করে নিয়ে যায়।

মুহাজিরির সঙ্গে আটক একজনের বয়স ৮০। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হননি।

জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে। মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ।

সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।

গত সপ্তাহে প্রখ্যাত মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন।