SylhetNewsWorld | ঘরে কোরআন শিক্ষা দেওয়ায় সৌদিতে তিন নারী গ্রেফতার - SylhetNewsWorld
সর্বশেষ
 পাঁচদিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রিসে পাঁচদিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রিসে স্পেনে বাংলাদেশী শিশুরা স্পানিশ ক্লাবে ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করছে বেগম জিয়ার রোগমুক্তির কামনায় কোকো স্মৃতি সংসদ ইউরোপের দোয়া এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ জামিল ইকবাল দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত স্পেনে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা মাদ্রিদে গাজীপুর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন স্পেনে নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার, সদস্য সচিব মোঃ দুলাল সাফা বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশন গঠন স্পেনে “ভালিয়ান্তে বাংলার” উদ্দ্যোগে স্পানিশ ক্লাস চালু

ঘরে কোরআন শিক্ষা দেওয়ায় সৌদিতে তিন নারী গ্রেফতার

  |  ১৫:০৯, ফেব্রুয়ারি ১৬, ২০২১

সৌদি আরবে পরিচিত ইসলামী নারী বিশেষজ্ঞ আয়েশা আল-মুহাজিরিকে (৬৫) তার দুই সহযোগিসহ গ্রেফতার করা হয়েছে।

মক্কায় নিজ বাড়িতে কোরআন প্রচার ও শিক্ষার কাজে নিয়োজিত ছিলেন তিনি।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল তাদের আটক করে নিয়ে যায়।

মুহাজিরির সঙ্গে আটক একজনের বয়স ৮০। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হননি।

জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে। মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ।

সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।

গত সপ্তাহে প্রখ্যাত মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ