এবার শিশুদের মধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১ | আপডেট: ২:৪৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

এবার শিশুদের মধ্যে অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে। এই ভ্যাকসিন শিশুদের দেহে কেমন কার্যকরি এবং নিরাপদ তা জানতে এই ট্রায়াল চালানো হবে। এ জন্য প্রাথমিকভাবে গবেষকরা ৩০০ স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন প্রদান করবেন। তাদের বয়স ৬ বছর থেকে ১৭ বছরের মধ্যে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

এ মাসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন, সাউদ্যাম্পটন ও ব্রিস্টলে এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে এই ট্রায়াল শুরু হচ্ছে। বৃটেনে অনুমোদন পাওয়া তিনটি ভ্যাকসিনের একটি হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন। এছাড়া আরো অনুমোদন পেয়েছে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। ১৮ বছরের নিচের জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনের যে ট্রায়াল চালানো হবে তাতে ২৪০ শিশু পাবে ভ্যাকসিন এবং ৬০ জন পাবে মেনিনজাইটিস।

এর আগে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল প্রফেসর জোনাথান ভান-টাম জানিয়েছিলেন, শিশুদের মধ্যে ভ্যাকসিন নিরাপদ ও কার্যকরি কিনা তা জানতে একাধিক পরীক্ষা চালানো হবে। এ বছরের শেষ নাগাদ আমরা শিশুদের জন্য অনুমোদিত কিছু ভ্যাকসিন পেয়ে যাবো।