SylhetNewsWorld | সৌদিতে আবার করোনা বাড়ায় ১০ মসজিদ বন্ধ - SylhetNewsWorld
সর্বশেষ
 সিলেট চেম্বারের নির্বাচন শতভাগ নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর: জলিল প্রবাসী কল্যাণ মন্ত্রীকে গ্রীস আওয়ামী লীগের সংবর্ধনা পাঁচদিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রিসে পাঁচদিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রিসে স্পেনে বাংলাদেশী শিশুরা স্পানিশ ক্লাবে ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করছে বেগম জিয়ার রোগমুক্তির কামনায় কোকো স্মৃতি সংসদ ইউরোপের দোয়া এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ জামিল ইকবাল দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত স্পেনে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা মাদ্রিদে গাজীপুর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন স্পেনে নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার, সদস্য সচিব মোঃ দুলাল সাফা

সৌদিতে আবার করোনা বাড়ায় ১০ মসজিদ বন্ধ

  |  ১৪:৪৮, ফেব্রুয়ারি ০৯, ২০২১

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, অ্যাডভোকেসি অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় (ওজারাত আল-শুন আল-ইসলামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ) সে দেশের কিছু মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী এবং বিভিন্ন মসজিদের মুসল্লী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জানিয়েছিলেন, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লে সাময়িক সময়ের জন্য বন্ধ করা হতে পারে দেশটির সব মসজিদ।

মুসল্লীদের আক্রান্ত হওয়ার খবর জানার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় ১০টি মসজিদ বন্ধ রাখা হয়েছে। আবদুল লতিফ আল-শেখ বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে মসজিদ বন্ধ করতে বিলম্ব করা হবে না।

এদিকে সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৭০ হাজার ছয়শ ৩৪ জন এবং মারা গেছে ছয় হাজার চারশ ছয়জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ