সিলেট ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
আন্তর্জাতিক রিপোর্ট: আরবে বোমা হামলা, আহত কয়েকজন
শ্ব্ডস্ক | ১১ নভেম্বর ২০২০, বুধবার
সৌদি আরবের রাজধানী জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বোমা হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু বিদেশি কূটনীতিকও। তবে তাদের কেউ আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানানো হয়েছে, জেদ্দায় অমুসলিমদের একটি সমাধিক্ষেত্রে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে ওই স্মরণ সভা আয়োজন করা হয়েছিল। এ সময় সেখানে বোমা হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
বিবিসি লিখেছে, সৌদি আরবে কর্মরত একজন ফরাসি সাংবাদিক অনলাইনে হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি দাবি করে তা পোস্ট করেছেন। তাতে পুষ্পস্তবকের আশেপাশে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তবে এই ছবি ঘটনাস্থলের কিনা তা যাচাই করা যায়নি। সৌদি সরকারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্তু কিছু জানা যায় নি। তবে জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বারো দিন আগে জেদ্দায় ফরাসি দূতাবাসে একজন নিরাপত্তা রক্ষীকে ছুরি মারা হয়েছিল। সৌদি আরবে কর্মরত সাংবাদিক ক্ল্যারেন্স রডরিগাজ ট্ইুট করেছেন যে, বোমা হামলার সময় সেখানে ফ্রান্স, বৃটেন এবং আয়ারল্যান্ডের কনসাল জেনারেলরা এবং সেদেশে বসবাসরত অন্যান্য বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তার টুইটে একজন আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে। বিবিসির আরব ঘটনাবলীর সম্পাদক সেবাস্টিয়ান আসার জানাচ্ছেন- ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেদ্দার এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করে এর নিন্দা করা হয়েছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার ও খুঁজে বের করার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রকৃত ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট জানা যায়নি। ফ্রান্সের ল্য ফিগারো সংবাদপত্রের একজন সংবাদদাতা দূতাবাসের ওই বিস্ফোরণ সম্পর্কে এক টুইট বার্তায় বলেছেন অনুষ্ঠান চলার সময় একটি গ্রেনেড ছেড়া হয় এবং ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন। বারো দিন আগে ফরাসি দূতাবাসের এক নিরাপত্তা রক্ষীকে ছুরি মারার পর অনুমান করা হচ্ছে যে, এসব হামলার সাথে শার্লি এবদোয় মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র ছাপা এবং তার স্বপক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের যুক্তির প্রতিবাদে আরব ও মুসলিম দুনিয়ায় যে প্রতিবাদ হচ্ছে এটা তার অংশ হতে পারে। গ্রিসের একজন কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন আহতের মধ্যে একজন গ্রিক নাগরিক আছেন।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।