বিকেলে টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১ | আপডেট: ৭:৫০:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

বাংলাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে আজ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সসহ ২৫ জনকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

বুধবার বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর
আজ কেবল কুর্মিটোলা হাসপাতালেই টিকা দেয়া হবে। এরপর বৃহস্পতিবার থেকে কুয়েত মৈত্রী হাসপাতাল, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতালে ভ্যাকসিন দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘দেশে যখন ভ্যাকসিন আসেনি তখন কিছু সমালোচনাকারী আমরা ভ্যাকসিন আনতে পারবো কি-না সেগুলো নিয়ে সমালোচনা করেছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ৭০ লাখ ভ্যাকসিন ইতোমধ্যেই নিয়ে এসেছেন, আগামীকাল (বুধবার) ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন, তখন কিছু সমালোচনাকারী এই ভ্যাকসিনের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে যাতে মানুষ ভ্যাকসিন না গ্রহণ করে।’

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ করোনার টিকা বাংলাদেশে এসেছে।