করোনার জাল সনদ ভ্রমণে আমিরাতের ফ্লাইট বন্ধ করলো ডেনমার্ক

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ, |                          

দুবাই থেকে করোনাভাইরাস নেগেটিভের জাল সনদ নিয়ে আমিরাতের ফ্লাইটে ভ্রমণ করছেন যাত্রীরা। এ অভিযোগে আমিরাতের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। এর আগে বিমান যাত্রীদের জন্য ভ্রমণের ২৪ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে ডেনমার্ক।

শুক্রবার ডেনমার্কের যোগাযোগ মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, করোনার বিস্তার ঠেকাতে শনিবার থেকে পাঁচ দিনের জন্য আমিরাতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকবে ডেনমার্কের।

দেশটির অভিযোগ, দুবাই থেকে করোনা নেগেটিভের জাল সনদ নিয়ে আমিরাতের ফ্লাইটে ভ্রমণ করছেন যাত্রীরা। এর ফলে ডেনমার্কে মহামারীটির বিস্তার ঘটতে পারে।