ইউক্রেনের নার্সিংহোমে অগ্নিকাণ্ডে নিহত ১৫

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ | আপডেট: ৬:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের এই সেবাকেন্দ্রের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তিনি বলেন, ভবনটিতে যখন আগুন লাগে, তখন সেটির ভেতরে ৩৩ জন ছিলেন।

দ্বিতীয় তলায় পুড়ে দগ্ধ হয়ে যাওয়া একটি জানালা দিয়ে কুণ্ডলী পাকানো ধোঁয়া বের হতে দেখেছেন ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিক। অগ্নিনির্বাপক কর্মীরা ক্ষতির মূল্যায়ন করছেন বলেও তিনি জানান।

১৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি।