ভারতের উপহারের টিকা ঢাকায়

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ | আপডেট: ৫:০৭:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

ভারতের দেয়া উপহারের প্রায় ১৮ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালক আনুষ্ঠানিকভাবে এই টিকা বুঝে নেবেন।

বিমানবন্দর থেকে দু’টি ফ্রিজার ট্রাকে করে টিকা নিয়ে রাখা হবে তেজগাঁওয়ে ইপিআই স্টোরেজে।

স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শেখ আক্কাস আলী গণমাধ্যমকে বলেন, একজন উপ-পরিচালকের নেতৃত্বে ৭-৮ জন কর্মকর্তা বিমানবন্দরে আছেন। কাস্টমস এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তেজগাঁওয়ে ইপিআই স্টোরেজে এই টিকা রাখা হবে। এই টিকার একটি অংশ নিয়ে যাওয়া হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে উপহার গ্রহণের আনুষ্ঠানিকতা সারা হবে।