এবার ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে আমিরাত

প্রথমবারের মতো প্রকাশ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
সূত্রের বরাতে সৌদিভিত্তিক পত্রিকা আশ-শারক আল আওসাত জানিয়েছে, এর আগে ইসরাইলের সঙ্গে মহড়ায় যোগ দিলেও এবারই তারা প্রকাশ্য মহড়ায় অংশ নিচ্ছে।
গ্রিসে অনুষ্ঠিতব্য ওই মহড়ায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও অংশ নেবে। তবে ঠিক কবে মহড়াটি অনুষ্ঠিত হবে এর সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি।
এতে যুক্তরাষ্ট্র, কানাডা, স্লোভাকিয়া, স্পেন এবং সাইপ্রাসের যুদ্ধবিমান অংশ নেবে বলে জানা গেছে।
চলতি বছরের ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আমিরাত। দুই দেশের মধ্যে টেলিফোন সংযোগ ও নিয়মিত বিমান চলাচল চালুরও ঘোষণা দেয়া হয়।
প্রথম আরব দেশ হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারেন।
আমিরাতি হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়।