ভাইরাস নিয়ে যুক্তরাজ্যের দাবি প্রত্যাখ্যান দক্ষিণ আফ্রিকার

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, |                          

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাস যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরণের ভাইরাস থেকে বেশি সংক্রামক বা ভয়াবহ। এমনই দাবি করেছিল যুক্তরাজ্য। তবে সর্বশেষ যুক্তরাজ্যের এমন দাবি প্রতাখ্যান করলো দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি মিখিজে এক বিবৃতিতে বলেন, এই মুহূর্তে এমন কোন প্রমাণ নেই যে ৫০১.ভি২ ধরন যুক্তরাজ্যের নতুন ধরণের থেকে বেশি সংক্রামক।

তিনি আরো বলেন, এই ভাইরাস যুক্তরাজ্যের নতুন ধরন কিংবা বিশ্বের অন্য কোন ধরণের (নতুন বৈশিষ্ট্যের করোনা) থেকে বেশি গুরতর রোগের বা মৃত্যুর কারণ এমন কোন প্রমাণ নেই।

গত বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের করোনা ‘খুবই উদ্বেগের’ কেননা এটি বেশি সংক্রামক এবং এটি ব্রিটেনের নতুন ধরণের চেয়ে আরও পরিবর্তিত হয়েছে বলে মনে হচ্ছে।

এরই প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এমন বিবৃতি এল।

এদিকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাজ্য। এনিয়ে জুয়েলি মিখিজে বলেছেন, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত।