২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬৭

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৫:২৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৫৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৩৬৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪ হাজার

৮৬৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৪১৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৬৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৯৬ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩১ লাখ ২২:হাজার ৪২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।।