তুরস্কের সাবেক কুর্দি এমপির ২২ বছরের কারাদণ্ড

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, |                          

তুরস্কের সাবেক এমপি ও প্রখ্যাত কুর্দি নেত্রী লেভলা গুভেনকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

পিপলস ডেমোক্রেসি পার্টির (এইচডিপি) এ নেত্রী গত এক মাস ধরে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন।

কুর্দি গেরিলাদের পৃষ্ঠপোষকতার অভিযোগে গত জুন মাস থেকে তাকে এমপি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে ২০১৮ সালেও কুর্দি নেতা আবদুল্লাহ ওকালানের গ্রেফতারের প্রতিবাদে ৫৬ বছর বয়সী এ কুর্দি নেত্রী ২০০ দিনের অনশন কর্মসূচি পালন করেন।

১৯৮৪ সালে পশ্চিমাদের মদদে আঙ্কারায় অভ্যুত্থান ঘটানোর ব্যর্থ চেষ্টার পর থেকে ওকালানের দল কুর্দিস ওয়ার্কার্স পার্টি (পিকেকে) নিষিদ্ধ করা হয় তুরস্কে।

১৯৯৯ সালে গ্রেফতারের পর ইস্তানবুলের কাছে একটি দ্বীপে কুর্দি নেতা আবদুল্লাহ ওকালানকে বন্দি রাখা হয়।

পিকেকের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে এইচডিপি নেত্রী লেভলা গুভেনকে সন্ত্রাসবাদের জড়িত থাকার অভিযোগে এ কারাদণ্ড দেয়া হয়।

কিন্ত তার মেয়ে সাবিহা তেমিজকার মায়ের বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখ্যান করে দ্রুত তার মুক্তি দাবি করেন।