পদ্মাসেতু দেশের জনগণের পৈত্রিক সম্পত্তি: আইনমন্ত্রী

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, |                          

পদ্মাসেতু কারো পৈত্রিক সম্পত্তি নয় বলে বিএনপির এক নেতার এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পদ্মাসেতু অবশ্যই বাংলাদেশের জনগণের পৈতৃক সম্পত্তি। আমি সেই নেতার উদ্দেশ্যে বলি তারা পদ্মাসেতু যাতে না হয় সেজন্য বহু ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কিন্তু বাংলাদেশের জনগন শেখ হাসিনাকে বিশ্বাস করেছে যে একমাত্র শেখ হাসিনাই পদ্মাসেতু গড়ে দিতে পারে। আর সেজন্যই পদ্মাসেতু বাংলাদেশের জনগনের পৈত্রিক সম্পত্তি।

তিনি বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে -এ-আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম ভূইয়া, মুক্তিযোদ্ধা জমশিদ শাহ প্রমুখ।