“বঙ্গ বন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ” পালিত হলো গ্রিসে

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, |                          

জাকির হোসাইন চৌধুরী ,গ্রীস থেকে।
বৈশ্বিক করোনা মহামারীতে মানুষের স্বাভাবিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে নানান ভাবে চেষ্টা করছে প্রবাসে বসবাসরত বাংলাদেশীরা। তাই শত বাধার মুখেও থেমে নেই রাজনৈতিক ,সামাজিক ,আঞ্চলিক ,জাতীয় সকল অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কার্যক্রম।
১৯৭২ সালে স্বাধীনতা অর্জনের লক্ষে মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে জানুয়ারী মাসের ১০ তারিখে দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে গ্রীস আওয়ামী লীগ ।
গ্রিক সরকারের নিয়ম-নীতি মেনে করোনার সামাজিক নিরাপদ দুরুত্ব বজায় রেখে এথেন্স বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের অডিটোরিয়াম হলে গ্রীস আওয়ামীলীগ ,যুবলীগ ও ছাত্রলীগের স্বতঃস্ফূর্ত যোগদানের মাধ্যমে পালিত হলো “বঙ্গ বন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ” , কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে এক নিরাবতা পালন সহ বঙ্গ বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শত শত প্রবাসীদের উপস্থিতিতে আলোচনা সভায় গ্রীস আওয়ামীলীগের ভার-প্রাপ্ত সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা সভাপতি রানা মল্লিকের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন মাস্টার। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ -সভাপতি আবিদ হানজালা , সহ -সভাপতি নান্নু খালাসী যুগ্ম সাধারন সম্পাদক সোবাহান বেপারী , সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার ,সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান রফিক হাওলাদার ,যুবলীগের আহ্ববায়ক কামরুল ইসলাম ,বরিশাল বিভাগের সভাপতি বাবুল মল্লিক ,বাংলা-গ্রীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি দাদন মৃধা ,সেভ দা ফিউচারের গ্রীস কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ,ছাত্রলীগের মেহেদী হাসান রিদয় সহ আরো অনেকে।

আলোচনা শেষে সকলের মাঝে নৈশ ভোজ বিতরণ করা হয়।