
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ। একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক এবিএম আবদুল্লাহকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কয়েকদিন থেকেই সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন তিনি। অবস্থান করছিলেন বাসায়। এরপর গত সোমবার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজেটিভ ধরা পড়ে। সোমবার বিকেলেই তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. এবিএম আব্দুল্লাহ’র পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভালো আছেন তিনি। তবে সামান্য শারীরিক দুর্বলতা রয়েছে।