বেলজিয়ামে আবু জাফর রাজুকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, |                          

বেলজিয়াম প্রতিনিধ :
গ্লোবাল গেটওয়ে ফোরামে ইইউ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়নে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর সম্মেলন বুধবার (২৫ অক্টোবর) ২০২৩ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী, প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার (২) আবু জাফর রাজু বেলজিয়ামে আগমন করলে।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া ২ আসন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে এবং নির্বাচনী প্রচারণার লক্ষ্যে বেলজিয়ামে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়।
ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে গ্রীস জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি তাইজুল ফয়েজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু জাফর রাজু, আরও বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্যের শুভ, আলী আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহিলা সম্পাদক নিগার আফরোজ, এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, সময় টিভি ফ্রান্স প্রতিনিধ লুৎফর রহমান বাবু, ফ্রান্স আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বাবু এহিয়া খান, আব্দুল ওয়াদুদ খান, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, আতাউর রহমান, সুজয় বড়ুয়া, তন্ময় সুমন্ত।
এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর সহচর কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার যেভাবে দেশ মাতৃকার জন্য কাজ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন তারই সুযোগ্য সন্তান আবু জাফর রাজুকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নৌকার মাঝি হিসাবে মনোনীত করলে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এতে কোন সন্দেহ নাই।
সংবর্ধনার প্রতিউত্তরে আবু জাফর রাজু বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ও জাতীয় সংসদ সদস্য হিসেবে আব্দুল জব্বার সততা ও নিষ্ঠার সাথে যেভাবে মানবতার কল্যাণে কাজ করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসাবে মনোনীত করলে, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে মানবতার কল্যাণে মিসন ২০৪১ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করবো।
আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সে ধারা অব্যাহত রাখতে প্রবাসীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।