স্পেন বি এন পি’র নতুন কমিটি গঠন

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩ | আপডেট: ২:০৪:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

সিদ্দিকুর রাহমান ,স্পেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পেন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (৬ ই আগস্ট)রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে স্পেন বি এন পি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে স্পেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্পেন বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মনু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু এবং প্রথম যুগ্ম সচিব আবু জাফর রাসেল এর যৌথ সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে কুরআন তিলাওয়াত করেন স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম। নব গঠিত কমিটি ঘোষণা দেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। স্পেন বি এন পি’র সভাপতি পদে মনোনীত হন জামাল উদ্দিন মনির , সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান , সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ,সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল , সাংগঠনিক সম্পাদক আসাদ আলী , লায়েবুর রহমান , সহ সভাপতি এস এম আহমেদ মনির, সৈয়দ মাসুদুর রহমান নাসিম , সুহেল আহমেদ সামছু , আব্দুল মোতালেব বাবুল ,শফিউল আলম শফি। যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি ,শহিদুল ইসলাম ,জয়নাল আবেদিন রানা ,জাহিদুল ইসলাম , নির্বাহী সদস্য নুর হোসেন পাঠোয়ারি, মিল্টন ভূইয়া কচি ,আবু সাঈদ সহ ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার , উপদেষ্টা মোজাম্মেল হক মনু ,মাহবুবুর রহমান ঝন্টু ,আব্দুল কাইয়ুম পংকি , সোহেল ভূইয়া , আব্দুল মোজাক্কির।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা বর্তমান সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে তাদের পদত্যাগ এবং আগামী নির্বাচন নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে দেওয়ার জোর দাবি জানান। আগামী আন্দোলন সংগ্রামে যথাযথ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যোয় ব্যাক্ত করেন তারা।