পরতু আওয়ামী লীগের সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময়

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, |                          

পর্তুগালের রাজধানী লিসবন থেকে চারশ কিলোমিটার দূরে বানিজ্যিক শহর পরতু।

সেখানে প্রায় ১০ হাজার বাংলাদেশির বসবাস।
২৬ জুলাই বুধবার পর্তুগাল ক্ষেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ পরতু আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।এসময় অথিতিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন পরতু আওয়ামী লীগ। পরতু আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম শরীফের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী সুবেনিয়ারস দু পরতু পরিচালক আবুল কালাম আজাদের পরিচালনায় মতবিনিময়ে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন জাকির হোসাইন,,জামাল উদ্দিন,মোশারফ হোসেন কিরণ,শরিফুল ইসলাম,মনিরুল ইসলাম,মোস্তাফিজ রহমান,তানভির আলম জনি,জাবেদ মাহমুদ,ফাহাদ আহমদ,কাওছার আহমদ, নোমান উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশিরা পর্তুগাল ব্যবসায়িক ভাবে সফল হচ্ছেন, নতুনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বাংলাদেশি রেমেটেন্স যুদ্ধাদের বিদেশের মাটিতে সুনাম অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে হবে।
পর্তুগাল প্রতিনিধি : মামুন মাহথির