আব্দুল গফফার চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের দোয়া

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ২১, ২০২৩ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, মে ২১, ২০২৩

সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের
এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস এর পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার কাজী এহসানুল হক, বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার মিজানুর রহমান, ওভারভিলা জাতীয় মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, ফয়ছল উদ্দিন সহ বিপুল সংখ্যক মুসল্লী।
বক্তারা বলেন বিশিষ্ট কালামিষট সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমী প্রকৃত মুক্তিযোদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত কলম চালিয়েছেন দেশ ও জাতির কল্যাণ।
পরে আব্দুল গফফার চৌধুরী রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন খতিব নুরুল ইসলাম।