মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৩ | আপডেট: ৫:৫৯:অপরাহ্ণ, মে ৭, ২০২৩

সিদ্দিকুর রাহমান ,স্পেন (মাদ্রিদ)থেকে:
স্পেনের রাজধানী মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস শনিবার(৬ ই মে) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করে। দিবসের কর্মসূচীর মধ্যে অন্যতম ছিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।সকাল ১১:৩০ ঘটিকায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি এর নেতৃত্বে শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। শোভাযাত্রায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ তাদের পরিবারের সদস্যসহ অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন যে বাংলা নববর্ষ প্রাণের উৎসব।

শোভাযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত অসাম্প্রদায়িক চেতনার বহি:প্রকাশ। ইউনেস্কো ২০১৬ সালে শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। জাতীয় সংস্কৃতির এই আন্তর্জাতিক স্বীকৃতি জাতি হিসেবে আমাদের পরম গৌরব ও মর্যাদার। আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন যে বাংলা নববর্ষ জাতীয় জীবনে পরম আনন্দের দিন। চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বয়ে নিয়ে আসে নতুনের বারতা। তিনি আরো বলেন যে, স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহি:প্রকাশ ঘটেছে। কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ-উল্লাসের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী ধারক-বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা মনোমুগ্ধকর বিভিন্ন জনপ্রিয় সংগীত পরিবেশন করেন। পরে অংশগ্রহণকারী মহিলা, শিশু কিশোর ও পুরুষদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়।