গ্রিসে যথাযোগ্য মর্যাদায় ঈদ-উল-ফিতর উদযাপিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, |                          

গ্রিসের রাজধানী এথেন্সের “বোটানিক্যাল” এলাকায় গ্রিক সরকার অনুমোদিত সরকারি মসজিদে গ্রিসে বসবাসরত সকল ধর্মপ্রাণ নারী-পুরুষ মুলমানেরা এক মাস সিয়াম সাধনা ও রমজানের শেষে ঈদের জামাত আদায় করেছেন।
বিভিন্ন দেশের হাজারো মুসলিম সম্প্রদায়ের সাথে যোগ দিয়েছেন গ্রিসের প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজনকে ছেড়ে ঈদের নামাজে একসাথে হতে পেরে অনেকই কিছুটা কস্ট কিছুক্ষনের জন্য হলেও ভুলে গিয়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। মুষ্টিমেয় কিছু বাঙালি পরিবার স্ত্রী-পুত্র সহ বিশাল ওরিসরে সরকারি জামে মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের একপাশে নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা ছিল।
এদিকে। শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত “আল-জব্বার মসজিদে ” দূতাবাসের সকল কর্মকর্তা -কর্মচারী বৃন্দদের নিয়ে ঈদের নামাজ আদায় করে গ্রিসে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব আসুদ আহমেদ।

পরবর্তীতে ঈদের দিন শুক্রবারে রাষ্ট্রদূত জুম্মার নামাজ আদায় করেন গ্রিক সরকার অনুমোদিত বোটানিক্যাল সরকারি মসজিদে। অনেক প্রবাসী বাংলাদেশী যারা রাষ্ট্রদূতের সাথে ঈদের জামাতে শরিক হতে পারেননি ,তারা পরে জুম্মার নামাজে সামিল হয়েছেন। রাষ্ট্রদূত দলমত নির্বিশেষে বাংলাদেশ কমিঊনিটির নব-নির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক সহ সকল সদস্য,রাজনৈতিক,অ -রাজনৈতিক ,সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার প্রবাসী ও তাদের পরিবারের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

গ্রিসের রাজধানী এথেন্সের বিভিন্ন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের তত্ত্বাবধানে অবস্থিত ছোট ছোট অনেক মসজিদে আলাদালাদ করে কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রিপোর্ট জাকির হোসাইন চৌধুরী
বাংলা টিভি
গ্রীস