স্পেনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য যুব সংগঠনের উদ্যোগে ইফতার

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, |                          

সিদ্দিকুর রাহমান ,স্পেন: স্পেনে তারুণ্য নির্ভর সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য যুব সংগঠনের উদ্যোগে বুধবার(১৯ ই এপ্রিল) মাদ্রিদের বায়তুল মোকাররম মসজিদ সহ বাঙ্গালী অধ্যুষিত এলাকার আরো বেশ কয়েকটি মসজিদে প্রবাসীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। বায়তুল মোকাররম মসজিদে প্রায় সাতশত মুসল্লীর অধিক সংখ্যক রোজাদার ইফতার করেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ইফতারে অংশ গ্রহণ করেন। বাঙ্গালী সমাজকে স্পেনের মাটিতে আলোকিত করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য যুব সংগঠন কাজ করে যাবে জানিয়ে সংগঠন এর সভাপতি আব্দুল মজিদ সুজন বলেন ,দেশে বিদেশে সর্বত্র ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে প্রবাসীদের কল্যাণে এই সংগঠন কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।আশা করছি সকল জরাজীর্ণতাকে পিছনে ফেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য যুব সংগঠন স্পেনে দেশ ও জাতিকে আরও একধাপ এগিয়ে নিতে সক্ষম হবে।
বায়তুল মোকাররম মসজিদে ইফতারে সংগঠন এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর কাজী,রিপন সরকার ,আব্দুল বাতেন, আলামিন সরকার ,সায়েম সরকার , জালাল উদ্দীন,মাঈনুদ্দিন আল ক্বাদেরী, আব্দুল হক ,জামান ,জনি ,পলাশ,উবায়েদ,সাইফুল,মুসা,রুবেল সরকার ,মহি উদ্দিন মহি, হিমেল সহ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের নেতৃবৃন্দ।
কমিউনিটি নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নুর হোসেন পাঠোয়ারি, এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি ,ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক এইচ এম মাসুদুর রহমান , বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান , সহ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী ,ক্রিড়া সম্পাদক সুমন হাওলাদার সহ বিভিন্ন আঞ্চলিক ,সামাজিক ,রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ মসজিদ কমিটির দায়িত্বশীলবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের পরে সংগঠন এর পক্ষ থেকে সংগঠন এর সভাপতি আব্দুল মজিদ সুজন ইফতারে অংশ গ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।