৩০ এপ্রিল প্যারিসে আসছেন সাফিন : সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, |                          

ময়নুল হক (প্যারিস) ফ্রান্স থেকে: প্যারিসে বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্টান ঈদ উৎসব সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

রবিবার বিকালে ক্যাথসীমাস্থ বটতলা রেস্টুরেন্টে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্টিত হয়।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কর্মময় যান্ত্রিক জীবনে একটু আনন্দ বিনোদন দিতে আগামী ৩০শে এপ্রিল রবিবার বিকেলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্স ঈদ উৎসবের আয়োজন করেছে।

মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্টান সফল করতে সংবাদ সম্মেলন সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়া। সংগঠনের সিনিয়র সহ সভাপতি হোসেন সালাম রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক অধ্যাপক অপু আলম, অজয় দাস,অর্থ সম্পাদক দবির আহমদ, অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী ,বিসিএফের পরিচালক এমডি নুর প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে সাংবাদিক ও সমাজের সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়।
ঈদ উৎসবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ আসা জনপ্রিয় ব্যান্ড মাইলস,শিল্পী সাফিন, মেহরাব,নাজু আখন্দ,ওয়াহিদসহ স্থানীয় শিল্পীরা।
সংস্কৃতিক অনুষ্ঠানের প্রবেশ মূল্য২০ ইউরো, ভিআইপি টিকেট ১০০ ইউরো হাকা হয়েছে।