স্পেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, |                          

সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি: স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার(২৬ শে মার্চ ) মাদ্রিদস্থ দূতাবাসের হলরুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় রাস্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। আলোচনা সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বাণী পাঠ করা সহ মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় এবং দিবসের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্পেন প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ , সাংবাদিক প্রতিনিধিবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা ককর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদ দের রুহের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি ,সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।