সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৩
রিপোর্টঃবিশেষ প্রতিনিধি।
ফরিদপুর এর ভাংগা থানায় নাছিরাবাদ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা রোকন ফকির ও বীর মুক্তিযোদ্ধা জব্বার ফকির এর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায় ও লুটপাট করেছে বলে প্রত্যক্ষদর্শিরা জানায়।
দুর্বৃত্তদের সাথে পূর্ব হতে এলাকার বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। যার কারণে মোশা ফকির তার দলবল নিয়ে মাঝে মধ্যেই রোকন ফকির ও জব্বার ফকিরকে মারধর করার ষড়যন্ত্র করে ও সুযোগ খোঁজে। এক পর্যায়ের গত ১১ মার্চ ২০২৩ সকাল আনুমানিক ১০:১৫ ঘটিকার সময় উপরোক্ত আসামীগণসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পূর্ব শত্রুতার জের ধরে বাঁশের লাঠি, লোহার রড, শাবল, ধারালো ছ্যানদা, রামদা ইত্যাদিসহ মোশারফ ফকির এর হুকুমে সকল বেআইনী জনতাবদ্ধ হয়ে বাড়ী্র গেট ভেংগে অনধিকার প্রবেশ করে বাড়ীঘর ভাংচুর করতে শুরু করে। সকলে মিলে একই বাড়ীর মধ্যে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা রোকন ফকির এর ঘরের দরজা, জানালা, টিনের বাউন্ডারি এবং ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র কুপিয়ে ও ভাংচুর করে প্রায় ১৫০০০০/-টাকার মালামাল সহ ক্ষতি করে। ঘরের শোকেজের 84200/- টাকা দুর্বৃত্তরা নিয়ে যায়। রোকন ফকির এর স্ত্রী নিলুফা আক্তার (৫৩) বাঁধা দিলে সবুজ ফকির আক্রমন করে এলোপাথাড়ী মারধর করতে শুরু করে। নিলুফার গলায় থাকা প্রায় ১২ আনা স্বর্ণের চেইন ইমরান ফকির মূল্য অনুমান ১৫,০০০/-টাকা হাতিয়ে নেয়। শোর চিৎকার শুনে রোকন ফকিরের সহোদর জব্বার গিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করলে দাদন ফকির তার হাতে থাকা রামদা দিয়ে তাকে খুন করার উদ্দেশে লক্ষ্য করে কোপ দেয়। জব্বার ফকির প্রানভয়ে সরে যাওয়ার চেষ্টা করলে কাত হয়ে পড়ে যায় এবং উক্ত কোপ তার পায়ের শিরার নীচে লেগে গুরুতর কাটা রক্তাক্ত হয়।রোকন ফকির এর ছেলে ইতালি প্রবাসী লিপটন ফকির মারপিট ফিরানোর চেষ্টা করলে আসামী আমির আলী তার হাতে ধারালো দা দিয়ে লিপটন এর বাম পাশে আঘাত করে। আসামী ইমন ফকির হাতে থাকা লোহার রড দিয়ে লিপটনকে এলোপাথারী পিটিয়ে তার শরীরের বিভিন্ন মানে নীলাফুলা জখম করে। শোর চিতকার শুনে জব্বার ফকির এর সৌদি প্রবাসী ৩ ছেলে গিয়াসউদ্দিন ফকির, পলাশ ফকির ,আসগর ফকির ঘর থেকে বাহির হলে দুর্বৃত্তরা তাদের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাথারী মারপিট করে আহত করে।এই ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা ও তার প্রবাসী সন্তানের উপর বসত বাড়িতে এসে নৃশংস এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে প্রবাসী অধীকার সংস্থা। এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান, ও এক কোটি ত্রিশ লক্ষ রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের সুরক্ষার দাবীও জানান।এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় থানায় দুটি পক্ষই মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।