সিলেট ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২২
সিদ্দিকুর রাহমান, স্পেন(মাদ্রিদ) থেকেঃ
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশিদের উদ্যোগ নতুন একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। মাদ্রিদের এম্বাখাদুর ও লাভাপিয়েস এলাকার মধ্যখানে কাইয়ে সান কাইয়েতানু ১১ নাম্বারে এ মসজিদের যাত্রা শুরু হয়।এ মসজিদটি আগে পরিচালনায় ছিলে মাদ্রিদে বসবাসরত মরক্কোর নাগরিকরা। বর্তমানে এ মসজিদের পরিচালনা ও খতিবের দায়িত্ব নেন কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
শুক্রবার পবিত্র জুমার আজান এবং নামাজ পড়ার মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হলো।
এ ব্যাপারে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক জানান, আমরা মাদ্রিদ বাসী সবার সহযোগিতায় এ মসজিদের উদ্বোধন করেছি এবং পরিচালনার দায়িত্ব নিয়েছি।
মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে আর ও বেশ কয়েকটি মসজিদ আছে। এবার কমিউনিটিতে বাংলাদেশী পরিচালনাধীন আরও একটি মসজিদ যুক্ত হলো।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।