সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২২
ফ্রান্স :
ফ্রান্সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। সঞ্জয় বনিক,পলাশ দাস ও অসীম নাথ এর যৌথ আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণবে স্থানীয় একটি হল রুমে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সুফল অধিকারী, খোকন ঘোষ,শ্যামল দাস, বাদল দেবনাথ, প্রশান্ত সরকার, জীতেন সূত্রধর, বিনয়শীল অপূর্ব রায় এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজত রায় রাজু, অজয় দাস, সুমা দাস সহ আরো অনেকেই
কয়েকশত হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে জন্মষ্টমী উৎসব যেন এক মিলন মেলায় পরিণত হয়।
গত কাল দুপুর ২ টা থেকে রাত দশটা পর্যন্ত শ্রীকৃষ্ণের জীবনের নানা কাণ্ড গান, কীর্তন, গীতিনাট্য, এর মধ্য দিয়ে দিনটি আনন্দ উল্লাসে কাটান তারা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তনে সকল মগ্ন ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ও রাতের খাবারের ব্যবস্থা ছিল।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com