ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের মতবিনিময়

প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২২ | আপডেট: ৫:২৭:পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২২

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ
স্পেনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। সোমবার রাত দশ ঘটিকায় মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার এসোসিয়েশন এর হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার, পরিচালনা করেন লিটন আহমদ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মামুন আহমদ।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সকলের সম্মতিক্রমে আব্দুস সাত্তারকে প্রধান আহবায়ক করে একটি আহবায়ক কমিটি করা হয়।আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন ফজলে এলাহি, সুরুজ্জামান মিয়া,সুমেল চৌধুরী,মামুন আহমদ,আল আমিন সরকার, সাইফুল ইসলাম, পিন্টু, জাকারিয়া, মেহের সহ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি আগামীদিনে যাচাই বাছাই করে গণতান্ত্রিক পক্রিয়ায় যোগ্য, কর্মীবান্ধব, নতুন কমিটি উপহার দিবে।এছাড়া এই কমিটির বাহিরে মাদ্রিদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামে কোন সংগঠন পরিচালিত হবে না বলে সবাই একমত পোষণ করেন।