
গত এপ্রিল মাসে পল উরে এবং ডাইলান হিলে নামে দুইজন ব্রিটিশ নাগরিককে আটক করেছে রুশ সেনারা।
জানা গিয়েছিল তারা দুইজন ইউক্রেনে গিয়েছিলেন খাদ্য সহায়তা বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ করতে।
ড়্৪
কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, এ দুজন বিদেশী ভাড়াটে সেনা। তাদের বিদেশী ভাড়াটে সেনা আখ্যা দিয়ে দোনেৎস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার জানিয়েছে, আটক পল উরে ১০ জুলাই মারা গেছেন। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পল উরেকে আটকের পরই তার মা জানিয়েছিলেন, তিনি ডাইবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে ইনসুলিন নিতে হয়।
ছেলের মৃত্যুর পর মা গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে বলেছেন, তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন।
দোনেৎস্ক পিপলস রিপাবলিকে আটককৃত ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা ডায়রা মোরোজোভা শুক্রবার টেলিগ্রামে এ ব্যাপারে বলেছেন, পল উরে হতাশা এবং অসুস্থতার কারণে মারা গেছেন।
তিনি আরও বলেন, প্রথম স্বাস্থ্য পরীক্ষায় পল উরের বেশ কয়েকটি জটিল রোগ ধরা পড়ে, যার মধ্যে ছিল ডায়বেটিস, শ্বাসতন্ত্রের সমস্যা ও কিডনির রোগ।
তিনি আরও বলেন, তিনি অপরাধ সংঘটিত করার অভিযোগে অভিযুক্ত থাকলেও তাকে সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে পল উরের মৃত্যুর পর রাশিয়ার কাছ থেকে এর ব্যখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: দ্য গার্ডিয়ান