দেশে আরো ২৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২২ | আপডেট: ৫:১৮:অপরাহ্ণ, জুন ৩, ২০২২

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জনে দাঁড়িয়েছে।

এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩০ মে এক সপ্তাহ পর করোনায় একজনের মৃত্যু হয়। তার আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২ জুন) করোনাভাইরাস শনাক্ত হয় ২২ জনের দেহে।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯৫ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।