সৌদিতে চাঁদ দেখা যায়নি সোমবার ব্রিটেনে ঈদুল ফিতর

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মে ১, ২০২২ | আপডেট: ২:৫৭:অপরাহ্ণ, মে ১, ২০২২

সৌদি আরবে ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি শনিবার সন্ধ্যায়। ফলে সেখানে আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের সাথে মিল রেখে ব্রিটেনসহ ইউরোপের দেশগুলো ঈদ পালন করে থাকে। একই সাথে ইউকে হেলাল কমিটি এ খবর নিশ্চিত করে। আর তাই আগামী সোমবার পবিত্র ঈদুল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। আগামীকাল রবিবার হবে এ বছরের শেষ রোজা।

আরবি দিনপঞ্জিকা অনুসারে, রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। সাধারণত রমজান মাস ৩০ বা ২৯ দিনের হয়ে থাকে। চাঁদ উঠার উপর নির্ভর করে মাস একদিন কম-বেশি হয়ে থাকে।।

দীর্ঘ এক মাস সীয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহর দরবারে ঈদের খুশির বার্তা নিয়ে এলো ঈদ। পবিত্র ঈদের খুশি ধনি, গরীব সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। এবারের ঈদের দিনের দোয়া যেন হয় করোনাভাইরাস মুক্তি পৃথিবী চাই।

বিলেতের জনপ্রিয় অন লাইন পত্রিকা ‘ওয়ানবাংলানিউজ’ টিমের পক্ষ থেকে আমাদের অগনিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।