
আজ বুধবার ২১তম দিনে গড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযাগন। বিগত ২০ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের ক্ষতি সাধন করেছে রুশ বাহিনী।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এই দাবি করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ শেষে এসব ক্ষয়ক্ষতির জন্য মূল্য পরিশোধ করতে হবে রাশিয়াকে।
যুদ্ধে জয়লাভ করলেও ঠিক কীভাবে ক্ষতিপূরণ আদায় করা হবে সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি শ্যামিহাল, তবে বিদেশে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ইউক্রেন মিত্রদের কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে।
শ্যামিহাল মঙ্গলবার তিন প্রতিবেশী দেশ- চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী- যারা ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করতে মঙ্গলবার কিয়েভ ভ্রমণ করেন- তাদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। সূত্র: বিবিসি