স্পেনে নরসিংদী জেলা বাসীর সমবায় কল্যাণ সমিতির উদ্ভোধন

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২ | আপডেট: ১১:৫৮:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

সিদ্দিকুর রাহমান, স্পেনঃ
নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের উদ্যোগে মাদ্রিদে নতুন সমিতির উদ্ভোধন করা হয় নতুন সমিতি উদ্ভোদন করেন নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সভাপতি আল আমিন মিয়া।
১২ ফেব্রুয়ারী শনিবার রাত ১০ টায় স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের উদ্যোগে এক আলোচনা সভা ও উদ্ভোদনী অনুস্টান অনুস্টিত হয়।
সংগঠনের সভাপতি আল আমিন মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তানিমের যৌথ সঞ্চালনায় কোরআন তিলাওয়াত করেন হাফিজ আক্তার হোসেন। অনুস্টানে প্রধান পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বিশেষ পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান।
অনুস্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি,কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, মাসুদুর রহমান নাসিম,আবুল হোসেন,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদ্য সাবেক সদস্য হেমায়েত খান, উপদেষ্টা সাইফুল ইসলাম ইকবাল।
নরসিংদী বাসীর মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি খলিল খান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সিকদার,রফিকুল ইসলাম,শাহ আলম,লিটন,জহির,হিমেল,মশিউর প্রমুখ।
এছাড়াও মাদ্রিদ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সভাপতি আল আমিন মিয়ার সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।