চলতি মাস থেকেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, |                          

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির কর্মী) অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আরও ১ হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার আছে।

তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মন্ত্রী বলেন, ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। নতুন করে কারও শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়নি।