আমেরিকায় হুছাম উদদীন ফুলতলীর ব্যস্ত সময় পার করছেন

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ | আপডেট: ১১:২৯:পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

*নিউইয়র্কে আহলুল বাইত দারুল কুরআন একাডেমির উদ্যোগে পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপন ও হিফযুল কুরআন সমাপনী ছাত্রদের বার্ষিক গ্রাজুয়েশন পাগড়ী/সনদ বিতরণ উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন*

০৬ অক্টোবর ২০২১ ইং আমেরিকার নিউইয়র্ক উডসাইডে মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় আহলুল বাইত দারুল কুরআন একাডেমির উদ্যোগে পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপন ও হিফযুল কুরআন সমাপনী ছাত্রদের বার্ষিক গ্রাজুয়েশন পাগড়ী/সনদ বিতরণ মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

০৫ জন হিফযুল কুরআন সমাপনী ছাত্রদেরকে পাগড়ী ও সনদ বিতরণ করা হয়।

ফুলতলী ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব সাইয়্যিদ মাওলানা সাজিদুল হক সাহেবের সভাপতিত্বে আহলুল বাইত দারুল কুরআন একাডেমির ডাইরেক্টর হাফিজ মাওলানা কাওছার আহমদের পরিচালনায়

মোবারক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি ঃ আনজুমানে আল ইসলাহ ইউএসএ এর স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট ও ইউএসএ উলামা সোসাইটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিক,শাহজালাল (রহঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার এর সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, সিলেট ওয়েসিস হসপিটালের ডাইরেক্টর জনাব ফরিদ আহমদ, বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুল কাশেম ইয়াহইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদে খাদরা নিউইয়র্ক এর ইমাম ও খতিব হযরত মাওঃ সাইয়্যিদ কুদছী মিজবাহী,মদিনা মসজিদের ইমাম ও খতিব মাওঃ সুন্নতুর রহমান, আহলুল বাইত মসজিদের ইমাম ও খতিব মাওঃ সাইয়্যিদ আনসারুল করিম,মাওঃ মখলিছুর রহমান, আহলুল বাইত মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মোতাহির হোসেন, আহলুল বাইত মিশনের প্রেসিডেন্ট জুয়েল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আশরাফ আলী,দারুল হাদিস লতিফিয়া নিউইয়র্কের শিক্ষক মাওঃ জুবায়ের আহমদ রাজু,আল আমীন মসজিদের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন। ফুলতলী ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মখদ্দছ আলী, প্রচার সম্পাদক মালিক শেখ,সৈয়দ সায়েম, বদরুল ইসলাম, খালেদ আহমদ, রাসেল আহমদ, শুবেদ আলী,একাডেমি সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, হেলালুর রহমান খান, আমীর হোসাইন, মোঃ তাজিম উদ্দিন,মোহাম্মদ মদব্বির হোসেন প্রমুখ।