সমুদ্রে অগ্ন্যুৎপাতে এক কিলোমিটার দীর্ঘ দ্বীপের সৃষ্টি

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, |                          

জাপানের রাজধানী টোকিও থেকে ১২শ’ কিলোমিটার দূরে পানির নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে একটি নতুন দ্বীপের।

অর্ধ চন্দ্রাকৃতির ওই দ্বীপের নামকরণ করা হয়েছে ‘নিজিমা’ বা নতুন দ্বীপ। নতুন এই দ্বীপের আয়তন এক কিলোমিটারের মতো বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
১৯০৪ সালে আবিষ্কৃত ফুকুটোকু-ওকানোবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এই দ্বীপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এখনো ফুকুটোকু-ওকানোবা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হচ্ছে বলে জাপানের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে।

জাপানের কোস্টগার্ড আকাশ থেকে ধারণ করা ভিডিও পর্যবেক্ষণ করে দেখছে, সেখানে সক্রিয় অগ্ন্যুৎপাত হচ্ছে।

দুর্ঘটনা এড়াতে ওই দ্বীপের আশপাশ দিয়ে সব ধরনের নৌচলাচল বন্ধের নির্দেশ দিয়েছে কোস্টগার্ড। ফুকুটোকু-ওকানোবা আগ্নেয়গিরিতে অদূর ভবিষ্যতেও অগ্ন্যুৎপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নৌচলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি স্থানীয় জেলেদেরও ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।